খাবার আগে "বিসমিল্লাহ" বলতে ভুলে গেলে কি করা উচিৎ ।

বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখন মনে পরবে তখন বলতে হবে " বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু" অর্থাৎ পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি, শুরু থেকে শেষ পর্যন্ত। কাজটি শেষ করার আগেই এটি পাঠ করতে হবে।